কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা পুলিশের “মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা”(২০২১) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়া হয়।
সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা ও অনুভুতির কথা কল্যাণ সভায় উপস্থাপন করেন। এসময় পুলিশ সুপার তাদের কথা ধৈর্য সহকারে শোনেন।এসময় জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন।।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সভা চলাকালীন সময়ে গত ডিসেম্বর/২০২০ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী কর্মকর্তাগণকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও অর্থ পুরস্কার প্রদান করেন।
এসময় জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্দ্যেশে পুলিশ সুপার বলেন, পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে।জেলায় মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত কক্সবাজার গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্য সমাপ্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর),অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার(মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার(ডিএসবি), সহকারী পুলিশ সুপার(ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১২ টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার মাসিক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
Posted ৩:১২ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy