কক্সবাংলা রিপোর্ট(৫ জানুয়ারী) :: টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মান (বাংলাদেশ পুলিশ মেডেল) বিপিএম পদক’২০১৯ পেলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন।অসম সাহসিকতা এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদক দেওয়া হয়েছে। গত বছরও (২০১৮ সাল) তিনি এই পদক অর্জন করেছিলেন। বাংলাদেশ পুলিশের এ কৃতিত্বপূর্ণ পদক প্রাপ্তির মাধ্যমে এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম তাঁর নামের শেষে (বিপিএম-বার) শব্দটি লিখতে পারবেন।
৫ জানুয়ারি রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ.বি.এম মাসুদ হোসেনের হাতেে এ পদক তুলে দেন।
পুরষ্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মাসুদ হোসেন প্রধানমন্ত্রী এবং কক্সবাজার জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সন্ত্রাস, দুর্নীতি ও মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং কক্সবাজারবাসীকে সুশাসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার এ কৃতি সন্তান পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের নিয়োগপ্রাপ্ত একজন মেধাবী ও চৌকস পুলিশ অফিসার। তিনি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
এছাড়া পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) পদে দায়িত্ব পালনকালীন সময়ে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এবিএম মাসুদ হোসেন কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy