বার্তা পরিবেশক :: কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: কামাল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাজান আলি ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ।
অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আবছার উদ্দিন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন কবির ও শাহিনুল হক মার্শাল।
সদস্য রতন দাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন, সদস্য হারুন অর রশিদ, প্রভাষক জসিম উদ্দিন, একেএম রাশেদ হোছাইন নান্নু, মো: খোরশেদ আলম, আমিনুল ইসলাম মুকুল, শোয়েব ইফতেখার, আলীরেজা তসলিম, আজমল হুদা, এম. আশরাফুল আজিজ সুজন, ওমর ফারুক ফরহাদ, গোপা সেন, রমজান আলী সিকদার, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি – ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
Posted ১২:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy