হেলাল উদ্দিন, টেকনাফ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -৪ ও কক্সবাজারের মানবিক জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের সহধর্মিনী গুলশান আরার করোনা থেকে দ্রুত সুস্থতা কামনায় অসহায় ভাসমান মানসিক রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে মানসিক রোগীদের তহবিল (মারোত) কেন্দ্রীয় কমিটি টেকনাফ।
শুক্রবার বিকালে এই উপলক্ষে আয়োজিত স্বল্প পরিসরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , ২০১৭ সালের ১ লা জানুয়ারি, অবহেলিত ও মানসিক ভারসাম্যহীন মানুষদের কথা চিন্তা করে মানসিক রোগীদের তহবিল (মারোত) নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় । আমাদের একটাই উদ্দেশ্য তা হল সমাজের অবহেলিত জনগোষ্ঠী ভবঘুরে পাগলদের সেবা করা। সংগঠনের পক্ষ থেকে প্রতিনিয়ত অন্ন, বস্ত্র, চিকিৎসা ও হস্তান্তর (পূনর্বাসন) এই চারটি সেবা দিয়ে যাচ্ছি। তবে ভবিষ্যতে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে বাসস্থানেরও ব্যবস্থা করতে পারব বলে আশা করছি।
অনুষ্ঠান শেষে গুলশান আরা মহোদয়ার আশু রোগমুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন সংগঠনের আইসিটি-সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী। এরপরই মারোতের নিরলস কর্মিরা টেকনাফ পৌরসভা, সদর, সাবরাং, নোয়াপাড়া এলাকার প্রতিটি পয়েন্টে খুঁজে খুঁজে মানসিক রোগীদের মধ্যে খাবারের প্যাকেট তুলে দেয়।
এ সময় বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাইফুল হাকিম, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু পাল, জয়েন্ট সেক্রেটারী মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, বস্ত্র-সম্পাদক এমাদুল করিম রনি, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সিনিয়র সদস্য নুরুল ইসলাম, হারুনুর রশিদ, বন্ধু হারুন ও মুন্না প্রমুখ।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy