বিশেষ প্রতিবেদক :: ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে “জনগণের দোরগোঁড়ায় সেবার ১০ বছর” এ শ্লোগানকে সামনে রেখে ইউডিসি উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
এ উপলক্ষে বুধবার সকালে “বাড়ছে সেবার বহর-গ্রাম হবে শহর” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক) শ্রাবস্তী রায়।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন. জনগণের দোরগোঁড়ায় সরকারি-বেসরকারি সকল সেবা সহজে, দ্রুত ও কম খরচে পৌঁছে দেয়ার লক্ষ্যে স্থাপিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষে সারা দেশের ন্যায় কক্সবাজারেও এই দিবসটি উদযাপন করা হচ্ছে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক পর্যায়ে সেবা প্রদানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহ যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি তৃণমূল মানুষের সেবা প্রদানে জেলার সকল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জেলা প্রশাসনের পক্ষ হতে শুভেচ্ছা জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) প্রসূণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সফিউদ্দিন, জেলা প্রশাসনের আইসিটি প্রোগ্রামারসহ উদ্যোক্তারা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি-র কেক কাটা হয়।
Posted ১১:৪২ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy