বিশেষ প্রতিবেদক(২৩ জুন) :: “Transforming Governance to Realize the Sustainable Development Goals ” এ স্লোগানকে সামনে রেেখ জাতিসংঘরে সব সদস্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক জনসেবা দিবস পালন করা হয়েছে।
শনিবার এ দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের (ভারপ্রাপ্ত) সচিব কবির বিন আনোয়ার।
জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “র্বতমান সরকার তথ্য অধকিার আইন বাস্তবায়নের মাধ্যমে সবার মাঝে তথ্যসবো পৌঁছে দিতে বদ্ধপরকির। জবাবদিহিতার স্বার্থে এ তথ্যসবো। “ইউনিয়ন পর্যায়ে তথ্য বাতায়ন চালুর মাধ্যমে সব পর্যায়ে তথ্যসবো পৌঁছে দেওয়া হচ্ছে।”
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকার সহ্চালনায় অনুষ্ঠিত সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের পরিষেবা পদ্ধতি তুলে ধরেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহম্মদ আশরাফ হোসেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানভীর আহমেদ এবং জয়নাল আবেদীন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Posted ৩:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy