সংবাদ বিজ্ঞপ্তি(৫ নভেম্বর) :: কক্সবাজার থেকে সোমবার প্রকাশিত স্থানীয় বিভিন্ন পত্রিকায় “রোহিঙ্গাদের দিয়ে সোহ্রাওয়ার্দী উদ্যানে নাশকতার পরিকল্পনা” শীর্ষক প্রকাশিত সংবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল এবং জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন গায়েবী মামলা দায়ের করে মনোবল দুর্বল করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করেছে।
যেখানে ৬ নভেম্বর মহা সমাবেশে যোগদানে জেলা বিএনপির কোন সিদ্ধান্ত ও পরিকল্পনা নেই সেখানে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো: আলী ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু ছিদ্দিক ওসমানীকে জড়িয়ে কল্পিত মিথ্যা সংবাদ প্রকাশ খুবই দু:খজনক।
নেতৃবৃন্দ এহেন মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পাশাপাশি উক্ত বিবর্জিত সংবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিদের বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy