প্রেস বিজ্ঞপ্তি(১৮ ডিসেম্বর) :: উন্মুক্ত মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার বাছাই পর্ব ১৮ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইকালে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক সহধর্মীনি মিসেস সেলিনা রহমান।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, জেলা মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদিকা গোপা সেন, সহ সভানেত্রী শামসুন নাহার, যুগ্ন সম্পাদিকা সামিনা কাসেম, সহ সম্পাদিকা খালেদা জেসমিন, জেলা ক্রীড়া সংস্থা সদস্য রতন দাশ, আলী রেজা তসলিম, ক্রীড়া সাংবাদিক ও সংগঠক আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, বাছাই পর্বে কক্সবাজারের বিভিন্ন কলেজ ও স্কুলের ৩৫ জন শিক্ষার্থী উর্ত্তীণ হন। এদের নিয়ে ২৫ ডিসেম্বর বিকেল থেকে কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
Posted ১:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy