প্রেস বিজ্ঞপ্তি(১৪ মে) :: কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০ দিনব্যাপি ভলিবল প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক সহধর্মিনী সেলিনা রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং সার্বিক সহযোগিতায় চলমান প্রশিক্ষণ ক্যাম্প সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে।
এদিকে রোববার বিকেলে চলমান প্রশিক্ষণ কার্যক্রম দেখতে যান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শামসুন নাহার, সাধারণ সম্পাদক গোপা সেন, সহ সাধারণ সম্পাদক খালেদা জেসমিন, জেলা ক্রীড়া সংস্থা সদস্য প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলিম, কক্সবাজার উশু একাডেমির সভাপতি একেএম জাভেদ হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য শামিনা কাসেম পান্না, ভলিবল প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয়কারি রওশন আকতার ও সুফিয়া আক্তার প্রমুখ।
প্রশিক্ষণ কার্যক্রমে কোচ ও সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কাশেম কুতুবি ও ছৈয়দ হোসেন আশেক।
উল্লেখ্য, ১লা মে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ কার্যক্রম ২০ মে পর্যন্ত চলবে।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy