কক্সবাংলা রিপোর্ট(২ জানুয়ারি) :: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
২ জানুয়ারী বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ে সকাল ১০টায় র্যালী, জাতীয় সংগীত পরিবেশ এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুক হক টুকু।
পরে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে শহীদ দৌলত খান ময়দানে আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি বলেন,মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। যার কারণে পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। অভিভাবকদেরকে সন্তানদের প্রতি গভীরভাবে দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ (সদর-রামু) সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কনিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসাভার মেয়র মুজিবুর রহমান,কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন,জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল মতিন,ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী পরিচালক সোমেন মন্ডল, সদর মডেল থানার ওসি মোঃ শাহজাহান কবির।
স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী পরিচালক সোমেন মন্ডল এক বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন,২০১৯ সালের ১জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কর্তৃক পরিচালিত মোট অভিযান পরিচালতি হয় ১৭৬০টি, মামলা ৩৯২টি, ৪৪০জন আসামীকে আটক করা হয়।
এছাড়া ২ লক্ষ ২৪ হাজার ৬৩৮ পিস ইয়াবা, সাড়ে ৩ কেজি গাঁজা, ১ হাজার ১১২ লিটার চোলাই মদ, ১৩.৬৫ কেজি শিশা, ৩৩ হাজার লিটার ওয়াস,৩৬ বোতল ফেনসিডিল, ২১ বোতল বিদেশী মদ,১টি বাস,১টি ট্রাক,২টি সিএনজি,১টি টমটম,২ ভরি স্বর্ণ সহ ৪টি ক্যামেরা ও ১টি মোবাইল উদ্ধার করে কক্সবাজার মাদকদ্রব্য কার্যালয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজ হতে আগত শিক্ষার্থী,অবিভাবকবৃন্দ,মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র,নোঙ্গর,ফিউচার লাইফ র্যালীতে অংশগ্রহন করে।
Posted ৬:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy