তোফায়েল আহমেদ,কালের কন্ঠ(২ মার্চ) :: শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্র প্রশিক্ষক নুরুল আমিন প্রকাশ নসরুল্লাহকে সহযোগীসহ আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এই সময় নসরুল্লাহর কাছ থেকে প্রশিক্ষণের ডেমো স্নাইপার রাইফেল, দেশিয় আগ্নেয়াস্ত্র, আধুনিক মোবাইল ওয়ারলেস এন্টেনাসহ প্রশিক্ষণের অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ ফেব্রুয়ারি রাতে) টেকনাফের পল্লান পাড়া এলাকা থেকে নসরুল্লাহকে সহযোগী হাফেজ নুর কামালসহ গ্রেপ্তার করা হয়। এই সময় নসরুল্লাহর কাছ থেকে প্রশিক্ষণের ডেমো স্নাইপার রাইফেলসহ অত্যাধুনিক সরঞ্জাম, আগ্নেআস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল জানান, নসরুল্লাহ দীর্ঘদিন ধরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ তৈরি করে আসছিল। রোহিঙ্গা ক্যাম্পে নসরুল্লাহর কয়েকটি বাহিনী রয়েছে। এই বাহিনী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ ভিভিন্ন অপকর্মে জড়িত ছিল।
Posted ১২:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy