বার্তা পরিবেশক :: করোনা সময়ে নতুন বর্ষে কয়েক দফায় চলছে বই বিতরণ। শিশুরা নতুন বই হাতে আনন্দিত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।
শনিবার ২ জানুয়ারি সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পিটিআই সুপারিটেনডেন্ট মোঃ আজিজুল হক।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পিটিআই সহকারি সুপারিটেনডেন্ট ম. ফজলুল হক, সহকারি সুপারিটেনডেন্ট মোঃ শামশুল আহসান ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর মোঃ নুরুল আলম।
পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক রবিন পালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক রেজাউল করিম, জাহাঙ্গীর আলম ছিদ্দিকী, মোবাশ্বেরা কাতেবী, শাকিলা জয়নাব ও শারমিন আক্তার প্রমুখ।
Posted ১১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy