সংবাদ বিজ্ঞপ্তি(১৭ মার্চ) :: নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে কক্সবাজার পৌরসভা।
মঙ্গলবার সকাল থেকে পৌরসভা মিলনায়তনে মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় এ কর্মসূচী।
সকাল ৮টায় লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর পৌরসভায় কেককাটার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচার দের সাথে নিয়ে মুজিব জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান চালান মেয়র মুজিবুর রহমান। এসময় দেশী-বিদেশী পর্যটকরাও অংশ নেন।
এর আগে সকালে মুজিববর্ষের উপহার হিসেবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেন মেয়র মুজিবুর রহমান।
Posted ১১:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy