সংবাদ বিজ্ঞপ্তি(২৮ নভেম্বর) :: কক্সবাজার পৌরসভার ঐতিহ্যবাহী মহল্লা দক্ষিণ বাহারছড়া বাসিন্দা, এলাকার প্রবীণ মুরুব্বী, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী, বাহারছড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জীন মোহাম্মদ সৈয়দ প্রকাশ মির্জি (৯১) বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তিনি মৃত্যুকালে তিন পুত্র, ছয় কন্যা, স্ত্রী, নাতি-নাতিনী, আত্বীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাংখী রেখে যান। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ ছিলেন। তিনি চশমা ব্যবহার না করে পবিত্র কোরআন পাঠ এবং পত্রিকা পড়তে পারতেন।
তার বড় সন্তান সৈয়দ মোহাম্মদ মুসা একজন পর্যটন খাতের উদ্যোক্তা, মেজো ছেলে সৈয়দ মোঃ হারুন ঢাকায় বেসরকারি সংস্থায় কর্মরত, ছোট ছেলে সৈয়দ মোহাম্মদ আমিন মধ্যপ্রাচ্যে কর্মরত।
বৃহস্পতিবার সকল ১০টায় বাহারছড়া গোলচত্বর মাঠে তাঁর নামাজে জানাযা শেষে তাকে বাহারছড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
Posted ৩:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy