সংবাদ বিজ্ঞপ্তি(২৩ ডিসেম্বর) :: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজিব ওয়াজেদ জয়ের স্বপ্নের ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ভবনসহ সব ওয়ার্ডের সমস্ত বাসাবাড়িগুলোও এবার ডিজিটালাইজেশন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়নের মধ্যদিয়ে খুব সহজে বাসাবাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যাবে।
পাশাপাশি প্রত্যেক বাড়ির সদস্য সংখ্যাও শুমারির আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সে ক্ষেত্রে পৌরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। রোববার দুপুরে পৌর ভবনের প্রতিকী হোল্ডিং প্লেট স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের সাথে উপস্থিত ছিলেন কক্সবাজারের তরুণ সমাজসেবক সৈয়দ মোহাম্মদ আলী, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, সাহাব উদ্দিন সিকদার, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, সচিব রাছেল চৌধুরী, মেয়র পিএ রূপনাথ চৌধুরী নাচ্চু, ‘গ্রাসরুট কো-অপারেশন’ এর প্রকল্প পরিচালক সানি দে, জেনারেল ম্যানেজার চন্ডী আচার্জ্য ও ম্যানেজার মোহাম্মদ রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত: বেসরকারী সংস্থা ‘গ্রাসরুট কো-অপারেশন’ এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে কক্সবাজার পৌরসভা।
Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy