সংবাদ বিজ্ঞপ্তি(৩১ জানুয়ারি) :: কক্সবাজার পৌর পরিষদের মাসিক সভায় পৌরসভায় চলমান উন্নয়ন কর্মকান্ড স্বচ্ছতার সাথে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র মুজিবুর রহমান।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পৌরসভার ১২টি ওয়ার্ডে চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্বরূপ করা হয়।
পাশাপাশি টেকসইভাবে কাজের গুনগতমান নিশ্চিত করার জন্য স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের প্রতি আহবান জানান মেয়র।
মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠপূর্বক আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র ও কাউন্সিলরগণ।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও মোনাজাতে অসুস্থ কাউন্সিলর সালাউদ্দিন সেতুর আশু রোগ মুক্তি কামনা করেন মেয়র মুজিবুর রহমানসহ পৌর পরিষদ।
এসময় পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, রাজ বিহারী দাশ, নুর মোহাম্মদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, পৌরসভার সচিব রাছেল চৌধুরীসহ সংশ্লিষ্ট শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।
Posted ২:১১ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy