সংবাদ বিজ্ঞপ্তি(১২ আগস্ট) :: কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির নির্বাহী সদস্য, জেলার প্রতিথযশা সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি বদিউল আলমের সহধর্মিণী নুরুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার প্রেসক্লাব।
এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক আবু তাহের এবং কার্য নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক বদিউল আলম প্রতিথযশা সাংবাদিক হয়ে ওঠার পেছনের অনুপ্রেরণায় যে মানুষটি ছিলেন তিনি হলেন তার সহধর্মিনী নুরুন্নাহার বেগম।
তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমাকে বেহেস্তের স্থানে অধিষ্টিত করেন।
প্রসঙ্গত, বুধবার (১২ আগষ্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন নুরুন্নাহার বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Posted ১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy