কক্সবাংলা রিপোর্ট(১৯ ডিসেম্বর) :: ‘রোহিঙ্গা সংকটে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ১৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কক্সবাজার প্রেসক্লাব চত্বরে ক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরোয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যর্পণ কমিশন (আরআরআরসি) কমিশনার মো : আবুল কালাম,প্রধান আলোচক জেলা প্রশাসক মো: কামাল হোসেন,বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ রানা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল ও প্রিয়তোষ পাল পিন্টু।
এসময় প্রধান অতিথি আরআরআরসি মো: আবুল কালাম বলেন, মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এটি একটি দীর্ঘমেয়াদি সংকট। আর রোহিঙ্গা সংকটকে পুরোবিশ্বের সামনে তুলে ধরতে কক্সবাজারের স্থানীয়,জাতীয় সহ বাইরের সাংবাদিক ও সংবাদমাধ্যম অসাধারণ ভূমিকা পালন করেছে। মিয়ানমারের ওপর যে আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি হয়েছে তা রোহিঙ্গা ইস্যুটি নিয়ে একাধিক দিক থেকে দায়িত্বশীল রিপোর্টিংয়ের কারণে হয়েছে।
তিনি আরও বলেন,কক্সবাজার প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।এছাড়া ক্লাবের উন্নয়নে ISCG এবং কক্সবাজার জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হবে বলে আস্বস্থ করেন।
প্রধান আলোচক কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন,কক্সবাজারে ‘রোহিঙ্গা সংকটে শুরুর পর থেকেই গণমাধ্যম প্রথম দিন থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। আর ভবিষ্যতেও গণমাধ্যমের ধারাবাহিক ভূমিকা থাকবে। তিনি আরও বলেন, কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করে যাবে। তিনি সেই সাথে ক্লাবের ফান্ডে ২ লক্ষ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকদের নিয়ে মিলন মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ২:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy