কক্সবাংলা রিপোর্ট :: ১৯৭৫ সালে কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় কক্সবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভায় এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারন করেন অতিথিবৃন্দ ও প্রেসক্লাব নেতৃবৃন্ধ। স্মরণ সভায় বক্তারা বলেন,শাহনওয়াজ আহমদ আইনজীবী,সাংবাদিক ও শিক্ষকতা পেশায় সমাজের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি টানা ৩৬ বছর অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বহুবিধ প্রতিভার মাধ্যমে জেলার একজন আদর্শ মানুষে পরিণত হয়েছিলেন। শোক সভায় প্রেসক্লাব নেতৃবৃন্ধ শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর স্মরণে একটি স্মরণিকা প্রকাশ ও পৌরমেয়র শহরের একটি সড়কের নামকরণ করার ঘোষনা দেন।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধূরীর সভাপতিত্বে শোক সভায় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের বড় ছেলে নৌবাহিনীর কমোডর মাসুদ ইকবাল,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন আহমদ,এডভোকেট ফরিদুল আলম (পিপি),কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, মোহাম্মদ মাহবুবর রহমান, সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী,কোষাধ্যক্ষ এডভোকেট আয়াছুর রহমান,সিনিয়র সদস্য মুহম্মদ নুরুল ইসলাম,কামাল হোসেন আজাদ,এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, হাসানুর রশীদ, ফরহাদ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম। শোক সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর গত রবিবার (৩১ জানুয়ারী) দুপুর পৌনে ১২ টার দিকে বার্ধক্যজনিত কারনে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
Posted ১২:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy