কক্সবাংলা রিপোর্ট(১০ মার্চ) :: অবশেষে কক্সবাজার বিমানবন্দরে বসানো হয়েছে ৫টি ইনফ্রারেড থার্মাল। এছাড়া এই বিমানবন্দরে আগত পর্যটকদের দেহে করোনাভাইরাস সনাক্তকরণে মেডিকেল বোর্ড এর কার্যক্রমও চালু করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস।
মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে এর কার্যক্রম পরিদর্শনে যান জেলা প্রশাসক মো:কামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মহিউদ্দিন মো: আলমগীর জানান, ৫টি ইনফ্রারেড থার্মাল দিয়ে এখন বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তামপাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম দেওয়া হচ্ছে।
জানা গেছে,রোহিঙ্গা ইস্যূ সহ জেলায় চলমান বিভিন্ন মেঘা প্রকল্পের কার্যক্রমে কক্সবাজার বিমানবন্দরের বহু সংখ্যক বিদেশী আসা-যাওয়া করছে। সম্প্রতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জ্বর পরিমাপের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর।
এরই পরিপ্রেক্ষিতে কক্সবাজার বিমানবন্দরের আলাদা কক্ষের ব্যবস্থা করে ইনফ্রারেড থার্মাল ও মেডিকেল বোর্ড ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
Posted ৩:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy