কক্সবাংলা রিপোর্ট(১৮ মে) :: কক্সবাজার বিমান বন্দরের ভেতর থেকে বোমা সদৃশ একটি সিলিন্ডার উদ্ধার করেছে শ্রমিকরা। ধারনা করা হচ্ছে, এটি ২য় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত অবিস্ফোরিত বোমা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় এটি উদ্ধার করা হয়।
জানা যায়, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতিকরণের কাজ চলছে। এরই ধারবাহিকতায় রানওয়ে পশ্চিম পাশে মাটি খুড়তে গিয়ে ওই সিলিন্ডারটি পাওয়া যায়।
কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি ২য় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত বোমা বলে ধারনা করা হচ্ছে। তবে পরীক্ষা নিরীক্ষার পরই বলা যাবে আসলে ওটি সিলিন্ডার নাকি বোমা।
Posted ১:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy