কক্সবাংলা রিপোর্ট(১৫ জানুয়ারি) :: কক্সবাজার শহরের বিমানবন্দর ও বিসিক এলাকায় পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ৪৯ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে সংস্থাগুলো।
র্যাব সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজার শহরের বিসিক এলাকা মোড় সংলগ্ন পলি টেকনিক্যাল কলেজের সামনে থেকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৫ হাজার ৭৮০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকও জব্দ করে র্যাব। আটক দুজন হলেন উখিয়ার সওদাগর পাড়ার মৃত নুর আহম্মদ পুত্র মোঃ জসিম (২৮) (ড্রাইভার) এবং চকরিয়ার ডেমুশিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার পুত্র মোঃ আলম (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: মেহেদী হাসান জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টেকনাফ হতে একটি ট্রাকযোগে একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে বিসিক শিল্প এলাকা মোড় সংলগ্ন পলি টেকনিক্যাল কলেজের সামনে রাস্তার উপর তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী,ট্রাক এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হন্তান্তর করা হয়েছে।
অপরদিকে কক্সবাজার সদর থানা পুলিশ একই দিন দুপুরে বিমানবন্দরে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা সহ মো. আব্দুল্লাহ (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। আটক মো. আব্দুল্লাহ টেকনাফ উপজেলার পুরাতন নয়াপাড়া এলাকার মৃত মাহমুদ উল্লাহ’র ছেলে। এ ঘটনায় আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইন মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন সদর-মডেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy