কক্সবাংলা রিপোর্ট(৩ ফেব্রুয়ারি) :: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার টিম পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ টাকার ১৩ হাজার ৭০০ পিচ ইয়াবা সহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।এর মধ্যে একজন কলেজ ছাত্র এবং অন্যজন নারী মাদক ব্যবসায়ী।
তাদের প্রত্যেককে ২ ফেব্রুয়ারি রাতে আটক করে বলে সোমবার এক মেইল বার্তায় এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,২ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার শহরের বাজারঘাটায় অবস্থিত বনফুল এন্ড কোং দোকানের সামনে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন খোকন (২০) নামের এক কলেজ ছাত্রকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকার ৭ হাজার ৭শ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামি গিয়াস উদ্দিন টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী গ্রামের সামসুল আলমের ছেলে।
অপরদিকে ২ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার সদর থানার লিংকরোড ফরেস্ট চেক পোস্টের একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকার ৬ হাজার পিস ইয়াবাসহ হুমাইরা খাতুনকে(২৮) নামে এক নারী মাদক কারবারীকে আটক করে।আটক হুমাইরা ঝিলংজা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ জানার ঘোনার মো. অসিম এর স্ত্রী।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবাসহ আটক কলেজ ছাত্র ও নারীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Posted ২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy