বার্তা পরিবেশক :: শুরু হয়েছে কক্সবাজার যুব নারী ফুটবল ক্লাবের ১৫ দিনের প্রশিক্ষণ ক্যাম্প। ১লা ডিসেম্বর বিকেলে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন।
ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, উপদেষ্টা-সাবেক ক্রীড়াবিদ মাস্টার আনোয়ার ইকবাল, সহ সভাপতি জয়নাল আবেদীন দুলু, সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মাস্টার সুজন দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী, সদস্য মীর মোশাররফ হোসেন ও মোহাম্মদ হোসেন রুবেল প্রমুখ।
অসুস্থ থাকায় উপস্থিত থাকতে না পারায় ফোনালাপে ক্যাম্পের সার্বিক সফলতা কামনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।
উল্লেখ্য, ক্যাম্পে ২০ জন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ হাশেম।
Posted ৭:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy