সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট কার্যালয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, লুটপাট, ভাংচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট।
রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক এবং ইউনিট লেভেল কর্মকর্তা এ,কে,এম, আজরু উদ্দিন সাফদারের দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলাটি গত শুক্রবার (১লা জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে কক্সবাজার মডেল থানায় রুজু করেন ওসি শেখ মুনীর উল গীয়াস।
মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হককে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শেখ মুনীর উল গীয়াস ও পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে স্বাক্ষরিত প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর বা ফাস্ট ইনফরমেশন রিপোর্ট) সূত্রে জানা গেছে, রুজুকৃত মামলায় আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর দন্ডবিধি ১৪৩/৪৫২/৩৩২/৩৫৩/১৮৬/৩৮০/৪২৭/৩২৩/৫০৬ ও ১১৪ ধারার অভিযোগ আনা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে, বেআইনী জনতাবদ্ধে আঘাত এবং আক্রমন করার প্রস্তুতি গ্রহণ করত: সরকারি অফিসে অনাধিকার প্রবেশ করে হুকুম মতে সরকারি কাজে বাঁধা প্রদান, সরকারি কর্মচারীকে আক্রমন, বাঁধা প্রদান, মারপিট করে আহত করাসহ ভাংচুর করে ক্ষতিসাধন, হুমকি প্রদান ও কেড়ে নেওয়া।
এফআইআরে উল্লেখ করা হয়েছে আসামীদের দ্বারা লুন্ঠিত এক লাখ ৮০ হাজার টাকা উদ্ধার নেই।
এফআইআর ভুক্ত আসামীরা হচ্ছেন কক্সবাজার বিমান বন্দর সড়কের আবদুল গণীর পুত্র আবু হেনা মোস্তফা কামাল, একেএম মোজাম্মেল হকের পুত্র শাহীনুল হক মার্শাল, দক্ষিণ বাহারছড়ার মীর মোশারফ আলীর পুত্র মোশারফ হোসেন দুলালসহ অজ্ঞাত নামা ২০ থেকে ২৫ জন। ঘটনার সময় ও তারিখ হচ্ছে ৩১শে ডিসেম্বর সকাল অনুমান ১১টা।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-০৩, তারিখ ০১ জানুয়ারি ২০২১ ইংরেজি।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy