সাইফুল ইসলাম(৫ এপ্রিল) :: দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রেল লাইন প্রকল্পের অধিগ্রহণকৃত জমি মালিকদের মাঝে চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫এপ্রিল (বৃহস্পতিবার) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে লিংকরোডস্থ বীচ পাবলিক স্কুল প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সরকার অধিগ্রহণকৃত জমি মালিকদের মাঝে দ্রুততার সাথে ক্ষতিপূরণ দিতে বদ্ধ পরিকর।
এ জন্য অধিগ্রহণকৃত জমি মালিকগণকে সরাসরি আবেদনপত্র আনার পরামর্শ প্রদান করেন। সভায় সদর উপজেলার নির্বাহী অফিসার মো. নোমান হোসেন প্রিন্সসহ সংশ্লিষ্টরাও বক্তব্য রাখেন।
এ সময় জনপ্রতিনিধি,অধিগ্রহণকৃত ভূমি মালিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ২য় পর্যায়ে ঝিলংজা মৌজার ২১জন ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে ১৪ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮
coxbangla.com | Chanchal Chy