কক্সবাংলা রিপোর্ট :: বিশ্বের সর্ববৃহৎ কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছেন ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সহকারী সেক্রেটারি জেনারেল এইচ্.ই এমবি. ইউসুফ আলদোবায়ের নেতৃত্বে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাদের সাথে থাকবেন বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রনালয়ের শীর্ষ ৯ প্রতিনিধি দলও।
২৮শে ফেব্রুয়ারি পররাস্ট্র মন্ত্রনালয়ের (মিয়ানমার অনুবিভাগ) এর সহকারী সচিব আব্দুল্লাহ বিন মাহবুব প্রেরিত পত্রে এ তথ্য জানা যায়।
সফরসূচী মোতাবেক ওআইসি সহকারী সেক্রেটারি জেনারেল এইচ্.ই এএমবি. ইউসুফ আলদোবায়ের নেতৃত্বে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা শিবিরে পরিদর্শনের আগে দুপুর পৌনে ১২টায় হেলিকাপ্টার যোগে নোয়াখালীর ভাসানচর আশ্রয় কেন্দ্রে যাবেন। সেখান তারা রোহিঙ্গাদের সাথে দেখা করবেন।
এরপর সেখান থেকে সরাসরি হেলিকাপ্টার যোগে বেলা আড়াইটায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এ নামবেন।এসময় প্রতিনিধি দলটি আরআরআরসি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং ক্যাম্প পরিদর্শন করবেন।এরপর বিকাল ৪টায় মিডিয়াকে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংও করার কথা রয়েছে ওআইসি সহকারী সেক্রেটারি জেনারেল এইচ্.ই এমবি. ইউসুফ আলদোবায়েরের।
বিকাল সাড়ে ৪টায় রোহিঙ্গা ক্যাম্প-২০ থেকে হেলিকাপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
Posted ১২:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy