কক্সবাংলা রিপোর্ট(১৮ সেপ্টেম্বর) :: কক্সবাজার শহরের সৈকতের কবিতা চত্তর এলাকায় এক ইঞ্জিনিয়ারকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কবিতা চত্তর এলাকায় এ ঘটনা ঘটে। মো: সাজিদুল ইসলাম (৩২) নামে ওই ব্যক্তি কক্সবাজার শহরে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের সহকারী ইঞ্জিনিয়ার। তার নিজ বাড়ি কুমিল্লায় এবং তিনি মুক্তিযোদ্ধার নাতি।
সোমবার সন্ধ্যায় অফিস শেষে সৈকতের কবিতা চত্তর এলাকায় ঘুরতে গেলে এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান জানান, ছিনতাইকারীরা মোবাইল ও টাকা নেয়ার পরও ইঞ্জিনিয়ারকে পেছনের দিকে ছুরিকাঘাত করে। তাকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তিনি আশংকা মুক্ত রয়েছেন।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় জিডি করা হবে।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান,আসামিদের ধরতে অভিযান চলছে।
Posted ৫:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy