কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক হাজার পিচ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কক্সবাজারস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে ৩রা নভেম্বর সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়।
এসময় কেন্দ্রীয় বাস টার্মিনাল ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্বে রাস্তার উপর হতে ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবাসহ আবদুল মমিন মন্ডল নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ও ৪১ ধারায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
তিনি আরও জানান,মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy