বার্তা পরিবেশক :: চলে গেলেন আবদুস শুক্কুর (প্রকাশ শুক্কুর ফকির)। দীর্ঘদিন দূরারোগ্য রোগে ভোগে তিনি শনিবার ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর।
পারিবারিক সুত্র জানিয়েছে, শুক্কুর ফকিরের বাড়ি উখিয়ার মরিচ্যা হলেও দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বহু বছর আগে তিনি পাড়ি দিয়েছিলেন পাকিস্তানের করাচিতে। সেখান থেকে এসেই কক্সবাজারে থিতু হয়েছিলেন এবং ভিক্ষা করেই জীবিকা চালাতেন।
নিজে ভিক্ষুক হলেও ভিক্ষার টাকা অন্য ভিক্ষুক ও মসজিদের দানবাক্সে দান করায় এক ‘দানবীর’ ভিক্ষুক হিসেবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। একারণে তিনি সকলের পছন্দের একজন মানুষ ছিলেন।
শুরুর ফকির কয়েক বছর ধরে দূরারোগ্য রোগে ভুগছিলেন। কক্সবাজার-চট্টগ্রামে দীর্ঘদিন চিকিৎসাও নিয়েছেন। তবে অর্থের অভাবে যথাযথ চিকিৎসা পাননি বলে তিনি জীবদ্দশায় লোকজনকে বলতেন। অসুস্থ হওয়ার মধ্যখানে কিছুটা সুস্থ হয়ে উঠলেও শেষের দিকে আবার কঠিন রোগে ভুগেন শুক্কুর ফকির।
তাঁর চিকিৎসা সহায়তা চেয়ে পত্র-পত্রিকা ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে কয়েকবার খবর প্রকাশ হলেও প্রশাসন বা কোন টাকাওয়ালা এগিয়ে আসেননি। এজন্য তিনি শেষ সময়ে কষ্ট করে বলতেন আহা টাকাওয়ালা’!
অত্যন্ত অমায়িক ব্যবহারের এ বৃদ্ধ লোক কক্সবাজার শহরবাসির কাছে বেশ গ্রহণযোগ্য ব্যক্তি। ভিক্ষার জন্য কোনো পীড়াপীড়িও ছিলো না তাঁর। যিনি যেরকম দান করেন তাতেই খুশি হতেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খোরশেদ আরা হক, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ, কক্সবাজার খবর বিডি বার্তা প্রধান এস.এইচ মুক্তা ও চিত্র শিল্পী তাসনিয়া হাসান তাহি। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Posted ১২:০৪ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy