প্রেস বিজ্ঞপ্তি(৩ জুন) :: কক্সবাজার শহরের বঙ্গপাহাড় দূর্গা মন্দির ও হাসপাতাল সড়ক এলাকার স্বনামধন্য পল্লী চিকিৎসক বঙ্গশর্মার নাতী এবং স্বর্গীয় রাখাল শর্মার বড়ছেলে অনুপম শর্মা পরলোকগমন করেছেন।৩ জুন শনিবার সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যূ হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
তিনি শহরের বঙ্গপাহাড় দূর্গা মন্দির ও হাসপাতাল সড়ক এলাকার মৃত রাখাল শর্মা’র ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে বিধ্বস্ত হয় তার ঘর-বাড়ি ও দোকান। সেখান থেকে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা করে আসছিলেন। এরপর তিনি শনিবার সকালে হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।পরে তার মৃতদেহ কক্সবাজার শহরের কস্তুরাঘাট কেন্দ্রীয় শ্বশান ঘাটে সদকার সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ সভাপতি ও শারদীয় প্রতিমা প্রকাশনা পরিষদ সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,বঙ্গপাহাড় পূজা উদযাপন পরিষদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy