সংবাদ বিজ্ঞপ্তি(৩ সেপ্টেম্বর) :: কক্সবাজার শহরের বদরমোকামস্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা আমেলার সহ সভাপতি মাওলানা আবুল হাশেম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিউল আলম, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করীম, অর্থ সম্পাদক মাওলানা ইসমাঈল জাফর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, সংখ্যা লঘু বিষয়ক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, জেলা সদস্য মুহাম্মদ ত্বকী উদ্দীন প্রমুখ।
জেলা সভাপতি বলেন কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা হয়ে গেছে কিন্তু প্রশাসনের সংশ্লিষ্ট মহলের কোন নজরদারী নাই। সবাই দুর্নীতিতে নিমজ্জিত। তিনি কক্সবাজার শহর সহ প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি জানান।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy