সংবাদ বিজ্ঞপ্তি(২২ জুলাই) :: কক্সবাজার শহরের নতুন ফিশারীপাড়ার মৃত ওলামিয়ার পুত্র ফিশারী ঘাটের মৎস্য ব্যবসায়ী হোসেন সওদাগার (৫২) ২২ জুলাই ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—- রাজেউন)। সে দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিল।দুপার ২ টায় তার নামাজে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যূতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
কক্সবাজার শুটকী প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ী সমতি
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কক্সবাজার শুটকী প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ী সমতির সভাপতি জয়নাল আবেদন, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক হাজী ইসহাক সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির, সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ জাকের হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আলম, উপদেষ্টা- হাজী এনামুল হক, শাহাব উদ্দিন, মোঃ সিরাজ, সদস্য- গুরা মিয়া সওদাগর, বাবুল, রহিম সওদাগর, জাফর আলম, আবুল কালাম, মোহাম্মদ ফারুক, ফরিদ আলম, ওমর ফারুক প্রমুখ। নেতৃবৃন্দরা তার শোকাত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতি
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বর্তমান সভাপতি ওসমানগণি টুলু, সহ সভাপতি রফিক সওদাগর, মোস্তাক আহমদ ভুট্টু, কাজী বাদশা হোসেন প্রমুখ। নেতৃবৃন্দরা তার শোকাত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
হাঙ্গর মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতি
হাঙ্গর মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও মৎস্য ব্যবসায়ী হোসেন সওদাগারের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আনু সওদাগর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আবু, সাবেক সভাপতি আমান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক হুসেন ইসলাম বাহাদুর, আবু বক্কর ছিদ্দিক, কায়েস মজনু, রিয়াজ উদ্দিন রিয়াজ, জাবেদ, করিম, জসিম, জাব্বার, আলা উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দরা তার শোকাত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy