কক্সবাংলা রিপোর্ট(৮ জানুয়ারী) :: অবশেষে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে কক্সবাজার শহরে কলেজ ছাত্র ইমরুলের হাত-পায়ের রগকাটা শীর্ষ ছিনতাইকারী ৪ মামলার আসামী মুন্না হাসান প্রকাশ আমিন(২৫)।
৮ জানুয়ারী বুধবার ভোরে শহরের সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মুন্না মহেশখালীর শাপলাপুরের আবুল বশরের ছেলে। সে শহরের চিহ্নিত ছিনতাইকারী ও সম্প্রতি কলেজ ছাত্রের রগ কেটে ছিনতায়ের ঘটনার মূল আসামী।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির জানান, ছিনতাইকারী দুই গ্রুপের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় ৪মামলার আসামী মোস্টওয়ানটেড মুন্না নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার বুক ও পেটে তিনটি গুলি লাগার ক্ষত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে গতবছরের ১৫ ডিসেম্বর কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নুরন্নবী নামের অপর এক ছিনতাইকারী নিহত হয়েছিল।নিহত নুরন্নবী টেকনাইফ্যা পাড়া এলাকার মৃত আবদুল করিমের ছেলে। নুরন্নবীও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ ছিনতাইকারী এবং একাধিক মামলার আসামি ছিল।
প্রসঙ্গত কক্সবাজারের শহরের ছিনতাই জোন হিসেবে খ্যাত সার্কিট হাউস সড়েক গত ৪ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের (একাউন্টিং) ছাত্র ইমরুল ইসলামের হাত পায়ের রগ কেটে সর্বস্ব ছিনিয়ে নেয়। এ ঘটনায় এ ঘটনায় পুলিশ ৭ জানুয়ারী মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামীসহ ৫ জন ছিনতাইকারীকে অস্ত্র ও চাকু সহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হল- শহরের পিটি স্কুলস্থ দক্ষিন রুমালিয়াছড়ার এবিসি ঘোনার আবুল কালামের পুত্র মোঃ আবু সিদ্দিক(৩৫), সদরের পিএমখালী ছনখোলার মোঃ হাশেমের পুত্র মোঃ ওসমান(২০),শহরের সমিতি পাড়ার ফদনার ডেইলের নুরুল ইসলাম মাঝির পুত্র মোঃ কালু(২১), শহরের পাহাড়তলী, ফতের ঘোনার আবু তালেবের পুত্র আবু হেনা বাপ্পি(২০) ও উখিয়ার মরিচ্যার জুসেম বড়ুয়ার পুত্র রুবেল বড়ুয়া(২০)।
এ ব্যাপারে কক্সবাজার মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কবির আরও জানান, ছিনতাইকারিদের হামলায় কলেজ ছাত্র আহত হওয়ার ঘটনায় ৫ জনকে অস্ত্র ও ছোড়া সহ আটক করা হয়েছে।এছাড়া শহরের অন্যান্য ছিনতাইকারীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
Posted ৭:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy