কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার শহরের হোটেল শৈবালের সামনে থেকে রবিউল হাসান মুন্না (৩২) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক রবিউল হাসান মুন্না শহরের ১১ নং ওয়ার্ড এর দক্ষিণ বাহারছড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় শহরের হোটেল শৈবালের সামনে আদর্শ একাডেমি কেজি স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা নাছরিন (৪৬) এর নিকট থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবির টীম তাৎক্ষণিক অভিযান চালায়।
এসময় শহরের পেশাদার ছিনতাইকারী রবিউল হাসান মুন্নাভ্যানিটি ব্যাগ সহ আটক হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Posted ২:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy