বার্তা পরিবেশক(২৪ জুলাই) :: কক্সবাজার শহরের সমিতি পাড়ায় মাদকসেবীদের হামলায় আহত হয়েছেন দৈনিক বাঁকখালীর স¤পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী।
সোমবার সকাল সাড়ে ৮ টার সময় পত্রিকা অফিসের সকালের কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। এ ঘটনায় এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
সাইফুল ইসলাম চৌধুরী জানান, অফিস থেকে বাড়ি ফেরার পথে সমিতি পাড়ার রিক্সা গ্রেজের সামনে ৭/৮ জন মাদকাসক্ত ও বখাটে যুবক তার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা সন্ত্রাসী কায়দায় তার উপর ঝাপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।
এতে তার ডান হাতে ও পায়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় তাজুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাটি দুঃখজনক দাবী করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, এটি কি শুধুই মাদকসেবীদের হামলা, নাকী এ ঘটনার পেছনে অন্য কোন ঘটনা রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে দৈনিক বাঁকখালীর স¤পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী সন্ত্রাসী হামলার খবর জানাজানি হলে সর্বত্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। সারাদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স¤পাদক, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেন।
তারা এ ঘটনাকে বর্বরোচিত ও ন্যাক্কারজনক দাবী করে দ্রুত সন্ত্রাসী ও মাদকসেবীদের আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে সমিতি পাড়াকে মাদকমুক্ত করার জন্য কাজ করছেন সাইফুল ইসলাম চৌধুরী। এতে মাদক সেবী ও কারবারীরা তার উপর ক্ষুব্ধ ছিলেন।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy