বিশেষ প্রতিবেদক(১৯ জুলাই) :: কক্সবাজার শহরে জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১৯ জুলাই বেলা ১১টা থেকে পরিচালিত অভিযানে শহরের কোর্ট বিল্ডিং চত্তরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সরকারি খাস খতিয়ানের পুকুরের পাড়ে অবৈধভাবে গড়ে উঠা ৩টি দোকান এবং শহরের কলাতলীস্থ সুগন্ধা পয়েন্ট থেকেও বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযান দুটিতেই নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর পংকজ বড়–য়া।
সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর পংকজ বড়ুয়া জানান, কক্সবাজার পৌর এলাকার আদালত পাড়ায় কক্সবাজার মৌজায় বি.এস ১নং খাস খতিয়ানভূক্ত বি.এস ৬৮৮৭ দাগের সরকারী পুকুর ভরাট করে কতিপয় অবৈধ দখলদার কর্তৃক নির্মিত তিনটি দোকানঘর অপসারণপূর্বক সরকারী খাস পুকুর অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানের সময় তাঁর সাথে সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নূরসহ ১০ ব্যাটালিয়ন আনসার এর সদস্য উপস্থিত ছিলেন।
Posted ১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy