অর্পন বড়ুয়া(১০ সেপ্টেম্বর) :: কক্সবাজার শহরে নিখোঁজ ৫ স্কুল ছাত্রের মধ্যে ৪ ছাত্রকে রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে রাঙামাটি সদরের একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ।
বর্তমানে তারা রাঙামাটি কুতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইয়েদ নকীব, অষ্টম শ্রেণীর ছাত্র এইচ এ গালিব উদ্দিন, শাহরিয়ার কামাল সাকিব ও তার খালাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র শাফিন নূর ইসলাম
রাঙামাটি কুতুয়ালী থানার ওসি সত্যজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসব ৪ স্কুল ছাত্ররা বাড়ির কাউকে কিছু না বলে কক্সবাজার থেকে রাঙামাটি এসেছিল। থানায় যোগাযোগ করলে ওই ছাত্রদেরকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো: কামরুল জানান,উদ্ধার হওয়া ছাত্ররা মূলত কক্সবাজার থেকে রাঙামাটি বেগাতে গিয়েছিল। তারা নিরাপদে আছে এবং দ্রুত তাদের অবিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান,অবিভাবকদের উচিত সন্তান্দের ব্যাপারে বেশি সচেতন হওয়া।
প্রসঙ্গত; গত রোববার সকালে প্রতিদিনের মতো কোচিং এবং স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয় তারা। নিধারিত সময়ে স্কুল ছুটির পরও তারা বাড়িতে ফিরে না আসায় উকন্ঠিত হয়ে পড়ে তাদের স্বজনরা।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy