আব্দুর রাজ্জাক(৩১ ডিসেম্বর) :: কক্সবাজার শহরের বাহাররছড়া গোলচত্বর এলাকায় ফেনী থেকে আসা পর্যটক আবু তাহের সাগর খুনের সঙ্গে জড়িত দু’ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।
৩০ ডিসেম্বর ঝিলংজার হাজি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঝিংলজা হাজিপাড়ার মো. রফিকের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৬) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেন (১৭)।
র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামী পেশাদার ছিনতাইকারী মাঃ সাইফুল ইসলাম (১৬) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেনকে (১৭) ঝিলংজার হাজীপাড়া থেকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নিকট থেকে নিহত আবু তাহের ওরফে সাগরের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
প্রসঙ্গত গত ১৫ ডিসেম্বর কক্সবাজার বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়ে নির্মমভাবে খুন হয় আবু তাহের ওরফে সাগর।
Posted ১:১৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy