বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার শহরে কথা কাটাকাটির জের ধরে রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
নিহত সাবিলুস সালেহীন (১৮) কক্সবাজার পলিকেটনিক কলেজের ছাত্র এবং মুহুরি পাড়ার হাকিম উল্লাহর ছেলে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার শহরতলীর মুহুরিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই রফিকুস সালেহীন জানান, ওই এলাকায় বসবাসকারি রোহিঙ্গা হোসেনের সাথে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাত করা হয়। এতে আহত ভাইকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।
তবে কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত হোসেনের বড় ভাই জুবায়ের ও রফিক, ফুফাতো ভাই ইয়াছিনকে আটক করা হয়েছে। হোসেনকে আটকের চেষ্টা চলছে।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy