বার্তা পরিবেশক :: কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও সিনিয়র সদস্য মোহাম্মদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ।
২৬ জানুয়ারি সন্ধ্যায় সংবাদপত্র এজেন্ট খবর বিতানে বরণ ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন/ডেইলি নিউজ মেইল), সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ (দৈনিক সৈকত/দৈনিক গণজাগরণ) ও সিনিয়র সদস্য মো: মীর মোশাররফ হোসেন (দৈনিক সকালের কক্সবাজার)।
শুভেচ্ছা জানান সাংবাদিক সংসদ কক্সবাজারর অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে সহ সভাপতি দর্পণ বড়ুয়া (দৈনিক ইত্তেফাক), রেজাউল করিম (কক্সবাজার বেতার/দৈনিক আজাদী), যুগ্ন সম্পাদক (সোহরাব হোসেন চৌধুরী (বিএনসিনিউজ), সাংগঠনিক সম্পাদক এস.এইচ মুক্তা (কক্সবাজার খবর বিডি), সদস্য আবদুল করিম (দৈনিক অাজকের কক্সবাজার), সরওয়ার কামাল, জে.ইউ কাঞ্জরি, এস.সি বর্মন, এস.আই কুতুবী (ফ্রিল্যান্স সাংবাদিক), শফিউল হক রানা (কক্সবাজার খবর বিডি), তাসনিয়া হাসান তাহি (কক্সবাজার খবর বিডি)।
উল্লেখ্য, কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতিরন নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ সভাপতি মোহাম্মদ অালম, মো: অামজাদ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অামজাদ হোসেন (জুনিয়র), দপ্তর সম্পাদক মোহাম্মদ শফি, প্রচার সম্পাদক আকাশ দে (সিদু), সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, দীপক পাল ও মোহাম্মদ ইসলাম।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy