সংবাদ বিজ্ঞপ্তি(২৩ অক্টোবর) :: সাংসদ বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব খোরশেদ আরা হকের পুত্র শাহিনুল হক শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। এদিকে তার মৃত্যৃতে শোক জানিয়েছেন বিভিন্ন মহল।
উল্লেখ্য, শাহিনুল হক শাকিলের মৃত্যৃর খবরের সত্যতা নিশ্চিত করেছেন তারই ভাই ও কক্সবাজার খবর.অনলাইন এর চেয়ারম্যান মো: সাইফুল হক।
কক্সবাজার অনলাইন সম্পাদক পরিষদ:
সাংসদ বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব খোরশেদ আরা হকের পুত্র শাহিনুল হক শাকিলের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন কক্সবাজার অনলাইন সম্পাদক পরিষদের সভাপতি চন্চল দাশ গুপ্ত (সম্পাদক-কক্সবাংলা) ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী (প্রধান সম্পাদক-কক্সবাজার খবর)।
বিবৃতিতে কক্সবাজার খবর পরিবার ও কক্সবাজার অনলাইন সম্পাদক পরিষদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Posted ১:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy