শাহিদ মোস্তফা শাহিদ,সদর(২২ জুলাই) :: কক্সবাজার সদরের ইসলামাবাদে দূর্ধর্ষ চুরির সংঘটিত হয়েছে। এসময় চোরের দল নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
২২ জুলাই গভীর রাতে ইউনিয়নের জলদাশ পাড়াস্থ বিপ্লব স্টোরে এ ঘটনা ঘটে। দোকান মালিক স্থানীয় সুবাশ দাশের পুত্র বিপ্লব দাশ জানান, রাত ১টায় দোকান বন্ধ করে বাড়ী চলে যায়।
গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বিশেষ কৌশলে তালা ভেঙ্গে নগদ ২৬ হাজার চাউলের বস্তা, এলইডি টিভি, বিপুল পরিমাণ সিগারেট, অন্যান্য জিনিসপত্রসহ আনুমানিক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরদিন সকালে তিনি দোকান খুলতে এসে তালা খোলা দেখতে পেয়ে বিষয়টি চুরি বলে নিশ্চিত হন। তাৎক্ষনিক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যান নুর ছিদ্দিককে অবহিত করেন।
মেম্বার ছৈয়দ নুর হেলালী চুরির ঘটনাটি শুনেছেন বলে জানান।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy