মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২৪ জুলাই) :: কক্সবাজার সদরের ইসলামাবাদে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
২৪ জুলাই সন্ধ্যায় ইউনিয়নের পশ্চিম আউলিয়াবাদে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান (১০) উক্ত এলাকার চাঁদ মিয়ার পুত্র এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
ঘটনাস্থলে যাওয়া ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র দ্বিতীয় কর্মকর্তা দেবাশীষ সরকার জানান, নিহতের বাড়ীর সম্মুখস্থ বৈদ্যুতিক মিটারে স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে এ শিক্ষার্থীর মৃত্যু ঘটে।
নিহত শিশুকে মঙ্গলবার সকালে স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।
Posted ১১:২০ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy