মোঃ রেজাউল করিম,ঈদগাঁও( ২১ অক্টোবর) :: কক্সবাজার সদরের জালালাবাদে মোবাইলকে কেন্দ্র করে এক পক্ষের কাছে আহত হয়েছে অপর পক্ষ। এ ঘটনায় ফাঁসানো হচ্ছে তৃতীয় পক্ষকে। একটি মোবাইল দেয়া নেয়াকে কেন্দ্র করে ইউনিয়নের ফরাজী পাড়া সিএনজি ঘাটে এ ঘটনা ঘটে।
সংঘটিত ঘটনায় ভূক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেছে। তবে এতে বহিরাগত কয়েকজনকে আসামী করায় ঘটনার সাথে জড়িত আসল আসামীরা পার পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, পোকখালী সিকদার পাড়ার জনৈক আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫২।
২১ অক্টোবর দায়েরকৃত এ মামলায় সুনির্দিষ্টভাবে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এজাহারদাতার ভাতিজা পানের দোকানদার মো. আরফাত পূর্ব ফরাজী পাড়ার বশির আহমদের পুত্র তোহার দোকানে তার মোবাইলটি চার্জ দেয়ার জন্য দেয়। পরে উক্ত মোবাইল তাকে ফেরত না দেয়ায় বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দূর্বৃত্তরা আরফাত ও তার বড় ভাই মো. ফারুককে মারধর করে। এর কারণ জানতে গেলে দূর্বৃত্তরা এজাহারদাতাকেও মারধর করে।
এ ঘটনায় তিনি মডেল থানায় মামলা দায়ের করেন। এতে পূর্ব ফরাজীপাড়ার বশির আহমদের পুত্র মো. এনাম, তার ভাই তোহাকে ছাড়াও বাহারছড়ার মৃত শফি আলমের পুত্র গিয়াস উদ্দীন, মো. হোছাইনের পুত্র দেলোয়ার ও ছমি উদ্দীন পাড়ার ইলিয়াছের পুত্র আবদু শুক্কুরকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করার অভিযোগ পাওয়া গেছে।
তারা জানান, আবু বক্কর ও তার ভাতিজাদের মারধর এবং আটকানোর সাথে তারা কোনভাবেই জড়িত নন। প্রতিবেশী দোকানদার হওয়ায় ঈর্ষান্বিত হয়ে হয়রানি করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তারা মারধর নয়, বরং মারধরকারীদের নিবৃত্ত করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন।
স্থানীয়রা আরো জানান, গিয়াস উদ্দীন দীর্ঘদিন উক্ত এলাকায় পাইপ যন্ত্রাংশের ব্যবসার সাথে জড়িত। ভিকটিমের দোকানের পাশাপাশি তাদের দোকান। তাই তার বিপদে এগিয়ে যাওয়াই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে সরেজমিন বিষয়টি তদন্ত পুর্বক প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং এজাহারদাতা কর্তৃক তাদেরকে অহেতুক হয়রানি থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তারা।
Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy