মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষি ব্যবস্থাকে যান্ত্রিকীকরণের আওতায় নিয়ে আসছে। এর আওতায় ধানের চারা রোপন ও কর্তনে সংযোজিত হয়েছে আধুনিক কৃষি যন্ত্রপাতি।
এছাড়া হাইব্রিড ধান বীজের মাধ্যমে চাষাবাদকে আরো লাভজনক করতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।
এরই অংশ হিসেবে আজ সকালে কক্সবাজার সদরের ঝিলংজায় ৫০ একর সমলয় (একসাথে রোপন, একসাথে কর্তন) বোরো ধান প্রদর্শনীর রোপন কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর, কক্সবাজার চেয়ারম্যান পাড়ার বিলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাকারিয়া হাসান ও ফরহাজ্জামান।
২০২১-২২ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানের পর অত্যাধুনিক রোপন যন্ত্রের মাধ্যমে ধানের চারা বপন কার্যক্রম শুরু করা হয়। এ প্রকল্পের অর্ধ শতাধিক কৃষক কৃষাণীকে ধান বীজ, সার সহ অন্য কৃষি উপকরণও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, অংশী সংস্থার প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy