মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজার সদরের ভারুয়াখালীতে আজিজুল হক নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালীতে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, বাড়ির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তাৎক্ষণিক পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।
Posted ৭:১৪ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২
coxbangla.com | Chanchal Chy