সোয়েব সাঈদ,রামু(৪ নভেম্বর) :: কক্সবাজার সদরের ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের স্বপ্নের সংযোগ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে ।
রবিবার (৪ নভেম্বর) বিকালে এ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ সাইমুম সরওয়ার কমল।
৩৯২ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যয় হবে ৩০ কোটি টাকায় নির্মিতব্য এটি হবে জেলার বৃহত্তম সেতু।
জানা গেছে, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৩৯২ মিটার এ সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার। আগামী এক মাসের মধ্যে সেতুর কাজ শুরু হবে এবং ১ বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। কাংখিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এলাকার মানুষ দলমত নির্বিশেষে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এলাকাবাসী জানিয়েছেন, কক্সবাজার শহরের অতি সন্নিকটের ভারুয়াখালী ইউনিয়নবাসিকে শহরে আসতে হলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুই ঘন্টা সময় অতিবাহিত করে আসতে হয়। তারা স্বপ্ন দেখে ভারুয়াখালী নদীর উপর একটি ব্রীজের। খুরুশকুল হয়ে কম সময়ে কক্সবাজার শহরে যাবে ভারুয়াখালী ইউনিয়নের মানুষ। এ স্বপ্ন বাস্তবায়নে ভারুয়াখালী নদীর উপর একটি সেতু নির্মাণের দাবী জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে।
সচেতন জনগনের মতে, ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতু নির্মাণ হলে ভারুয়াখালীর মানুষ মাত্র ২০ মিনিটে কক্সবাজার শহরে যেমন পৌঁছতে পারবে, তেমনি এলাকার আর্থসামাজিক উন্নয়নে নবদিগন্তের সুচনা হবে। শিক্ষা ব্যবস্থা ও যোগাযোগ ক্ষেত্রে অনেক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনে দুর্ভোগ লাঘব হবে। সে সাথে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হবে। কক্সবাজার-রামু উপজেলার পিছিয়ে পড়া মানুষের আরো একটি স্বপ্ন আজ পুরণ হচ্ছে।
Posted ৯:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy