শাহিদ মোস্তফা শাহিদ,সদর(২৩ অক্টোবর) :: সম্প্রতি ঘুর্ণিঝড় মোরায় গ্রতিগ্রস্থ ২৫ টি পরিবারের মাঝে চেক বিতরন করেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে ২৩ অক্টোবর বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তে নির্বাহী কর্মকর্তা মোঃনোমান হোসেনের সভাপতিত্বে এ চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়,বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের উদ্দ্যেগে প্রাকৃতিক দূর্যোগে গ্রতিগ্রস্থ পরিবারের মাঝে সারাদেশে আর্থিক সহযোগিতার আলোকে কক্সবাজার সদরের বিভিন্ন ইউনিয়নে মোরা’য় আক্রান্ত ২৫ টি পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরনের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগন,উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিউল আলম সাকিব,খুরুস্কুলের চেয়ারম্যান জসিম উদ্দীন,পোকখালীর চেয়ারম্যান রফিক আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিনস্থরের কর্মকর্তা কর্মচারীরা।
Posted ১২:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy