মো: রেজাউল করিম,ঈদগাও :: কক্সবাজার সদরের ঈদগাঁও ডুলা ফকির মাজার সড়কের রাস্তার মাথায় মহাসড়কে ডাম্পার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহ উদ্দিন বাবুল (৪০) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব-নাপিতখালী এলাকার আলী আহমদের ছেলে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নওফেল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, পরস্পর বিপরীতগামী দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর গাড়ী দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
এ সময় ওই পথচারি ঘটনাস্থলে নিহত হয়। পরে পিকআপ দুইটি জব্দ করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলেও জানান তিনি।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy